ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেশি দামে পণ্য বিক্রি, বেলকুচিতে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
বেশি দামে পণ্য বিক্রি, বেলকুচিতে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ: বেশি দামে পণ্য বিক্রি, নষ্ট খাদ্যপণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সাত ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কাজিপুরা ও মুকুন্দগাতি বাজারে অভিযান চালানো হয়।

নেতৃত্ব  দেন অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।  

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে মাহমুদ হাসান জানান, নষ্ট খেজুর বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার, মেমো ও মূল্য তালিকা না থাকায় দুই তরমুজ দোকানিকে চার হাজার, বেশি দামে পাঞ্জাবি বিক্রি করায় একটি কাপড়ের দোকানকে দুই হাজার এবং মূল্য তালিকা না টাঙানোর দায়ে একটি ওয়েল মিলকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad