ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভোলায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
ভোলায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ভোলা: পণ্যের গায়ে দাম প্রদর্শন না করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিক্রির দায়ে ভোলায় চার ব্যবসায়ীক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে জেলা সদরের ভেলুমিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান জানান, পণ্যের গায়ে দাম উল্লেখ না থাকায় ব্যবসায়ী বাবুল, জসিম স্টোর ও সামসুদ্দিন স্টোরকে দুই হাজার করে ছয় হাজার এবং বাচ্চু স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, গত চারদিনে এ পর্যন্ত একই অভিযোগে জেলা সদর, বাংলাবাজার, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় ১৭ ব্যবসায়ীকে ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, বিকেল ৫টার দিকে জেলা প্রশাসনের একটি টিম ভোলা শহরের কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে। এ সময় নির্ধারিত দামেই পণ্য বিক্রির করতে ব্যবসায়ীদের সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক ত্রিপুরা। তবে এ অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad