ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, লালমোহনে ৬ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২২
অতিরিক্ত দামে পণ্য বিক্রি, লালমোহনে ৬ ব্যবসায়ীকে জরিমানা

ভোলা: অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ভোলার লালমোহনে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরের দিকে লালমোহন মধ্য বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.  মাহমুদুল হাসান।

এ তথ্য নিশ্চিত করে মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, খুচরা ও পাইকারি দোকানে তদারকিমূলক অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকায় এবং নকল স্যালাইন বিক্রির দায়ে ওই বাজারের সুলতান স্টোর ও দত্ত ট্রেডার্সের মালিককে দুই হাজার করে চার হাজার, বসু বেপারী ও হাওলাদার স্টোরের মালিককে এক হাজার করে দুই হাজার এবং দত্ত স্টোরের মালিককে তিন হাজার ও আলমগীর স্টোরের মালিককে পাঁচ হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এনিয়ে গত পাঁচদিনে  ২৩ ব্যবসায়ীকে জরিমানা করা হলো।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।