ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

নষ্ট খেজুর বিক্রি, বগুড়ায় ৩ ফল ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
নষ্ট খেজুর বিক্রি, বগুড়ায় ৩ ফল ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া: পোকায় ধরা নষ্ট খেজুর বিক্রির অপরাধে বগুড়া সদর উপজেলায় তিন ফল ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নিম্নমানের খেজুর বিক্রির অভিযোগে শনিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার স্টেশন রোডের ফলপট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম আমির সালমান রনি।

এ তথ্য নিশ্চিত তরে নির্বাহী হাকিম আমির সালমান রনি বাংলানিউজকে জানান, পচা ও পোকা ধরা খেজুর বিক্রি ও সংরক্ষণের দায়ে বন্ধু ফল ভাণ্ডারের মালিককে ৩০ হাজার, একই অপরাধে মিম ফল ভাণ্ডারের মালিককে ১০ হাজার ও মেসার্স সায়েম ট্রেডার্সের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় এই তিন প্রতিষ্ঠান থেকে নষ্ট হওয়া খেজুরের ৭৪টি প্যাকেট জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad