ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
কাপ্তাই হ্রদে নৌকাবাইচ

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলায় চাকমা সম্প্রদায়ের ফুল বিজু উৎসবে কাপ্তাই হ্রদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ ঘাটে এ বাইচ অনুষ্ঠিত হয়।

এর আগে কাপ্তাই হ্রদের জলে ফুল ভাসানো হয়।

বরকল উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।  

এ সময় বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল রানা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪ বরকল জোনের উপ-অধিনায়ক এ বি এম মোশাররফ হোসেন, বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক ঝুলন দত্তসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ট্রফি এবং নগদ পাঁচ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ট্রফি ও চার হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ট্রফি ও তিন হাজার টাকা দেওয়া হয়। এছাড়া অংশ নেওয়া সব দলকে নগদ দুই হাজার টাকা দেওয়া হয়। বাইচে সর্বমোট ছয়টি দল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।