ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝন্টু বর্মণ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঝন্টু বর্মণ (২৫) জেলার কুলিয়ারচর উপজেলার পৈলানপুর এলাকার খিরোদ বর্মণের ছেলে। তিনি বিদ্যুতের কারিগর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী তাতালচর গ্রামে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন ঝন্টু বর্মণ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।