ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ভূরুঙ্গামারীতে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ মিলেছে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
ভূরুঙ্গামারীতে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ মিলেছে 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কালজানী নদীতে লাফ দিয়ে নিখোঁজ যুবক নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বউ বাজার এলাকার কালজানী নদীর শালঝোড় ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে নাজমুল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল দেখে ভয়ে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছিলেন।
স্থানীয়রা জানায়, রোববার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শিলখুড়ি ইউনিয়নের বউ বাজার এলাকার কালজানী নদীর শালঝোড় ঘাটে নাজমুলের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নদী থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, কালজানী নদী থেকে নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন>>

>>> ভূরুঙ্গামারীতে নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ

বাংলাদশে সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।