ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে এবং নওদাবাস ইউনিয়ন কৃষকদলের সভাপতি।

স্থানীয়রা জানান, নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন মাহাবুর রহমান। এ সময় একটি তার ছিঁড়ে তার শরীরে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা বুঝতে পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।