ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

ঢাকা: রাজধানীর মহাখালী আমতলী এলাকায় বাসের ধাক্কায় বিলকিস (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে মহাখালী আমতলা মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিলকিস ময়মনসিংহের ভালুকা উপজেলার বদ্দা গ্রামের আদম আলীর স্ত্রী।  

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নেছার উদ্দিন জানান, সন্ধ্যার দিকে মহাখালী আমতলা মেইন সড়কে একটি স্টাফবাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ স্টাফবাসটি জব্দ করলেও চালক কৌশলে পালিয়ে যান।  

তিনি আরও জানান, ওই নারী কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে ঢাকায় আসেন। আপাতত পুলিশ এতটুকুই জানতে পেরেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।