ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফেনীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
ফেনীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফেনী: ফেনী শহরতলীর লালপোল এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ রকি নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামের খোন্দকার বাড়ির সফিউল্লাহর ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।

নিহতের পরিবার জানায়, রকি, মামুন ও আরমান তিন বন্ধু শনিবার মোটরসাইকেল যোগে চট্টগ্রামের যান।  
সেখান থেকে ফেরার পথে রোববার সন্ধ্যা ৬টার দিকে মহাসড়কের লালপোল এলাকায় প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খায়।

এতে আহত অবস্থায় তাৎক্ষণিক আবদুল্লাহ আল মামুন (২৫), মো. রকি (২২) ও মো. আরমানকে (১৬) উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করেন।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এসএইচডি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।