ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

ছাত্রদলের নতুন সভাপতি নিয়ে আনন্দ মিছিল, বাধা ছাত্রলীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
ছাত্রদলের নতুন সভাপতি নিয়ে আনন্দ মিছিল, বাধা ছাত্রলীগের

যশোর: কেন্দ্রীয় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে শুভেচ্ছা জানিয়ে নিজ জন্মভূমিতে আনন্দ মিছিল শুরু করলেও রুখে দিয়েছে ছাত্রলীগ।

রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শ্রাবণের নিজ জন্মভূমি যশোরের কেশবপুর পৌর শহরে এ ঘটনা ঘটে।

এ সময় ছাত্রলীগ-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়ার সূত্রপাত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতে কেশবপুরের সন্তান কাজী নওনাকুল ইসলাম শ্রাবণের সভাপতি নির্বাচিত হওয়ার সংবাদে আনন্দ মিছিলের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খানের নেতৃত্বে ছাত্রলীগ নেতা-কর্মীরা একত্রিত হয়ে তাদের প্রতিহত করে মিছিল বের করে। এতে চারদিকে উত্তেজনা সৃষ্টি হয়। এতে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও কেউ হতাহত হয়নি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাত্রলীগের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রলীগ নেতা রায়হান হোসেন, রকিসহ অনেকেই বক্তব্য রাখেন।

কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান খান মুকুল বলেন, ছাত্রদল নেতাকর্মীরা আনন্দ মিছিলের নামে রাস্তায় নেমে উত্তেজনা সৃষ্টি করে সরকার বিরোধী স্লোগান দিচ্ছিল, ফলে তাদের প্রতিহত করতে বাধ্য হয়েছি।

প্রসঙ্গত, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজী রফিকুল ইসলামের ছেলে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও ছাত্রদলের শীর্ষ নেতা শ্রাবণের বড় ভাই কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সেজ ভাই কাজী পান্না উপজেলা যুবলীগের সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক।

এছাড়াও আপন ছোট ভাই কাজী আজহারুল ইসলাম মানিক বর্তমানে কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
ইউজি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।