ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
মোহাম্মদপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর থানার তুরাগ মেইন রোডের বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তিনজন হলেন- হিমু, আলীম ফকির, সাজ্জাদ হোসেন ওরফে জয় ওরফে রাসেল, জিসান, শরীফুল ইসলাম ও আল আমিন। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি চাকু ও দুটি লোহার রড জব্দ করা হয়।

মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার তুরাগ মেইন রোডের বেড়িবাঁধ এলাকার বুড়িগঙ্গা সিএনজি পাম্পের দক্ষিণ পাশে রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ছয়জনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, এ চক্রের সদস্যরা মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকা মহানগরীর আশপাশের এলাকায় নিয়মিত ডাকাতির কাজে জড়িত। আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২২
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।