ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাটুরিয়ায় পিকআপভ্যানচাপায় বৃদ্ধ নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
পাটুরিয়ায় পিকআপভ্যানচাপায় বৃদ্ধ নিহত  ফাইল ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় ৫ নম্বর পন্টুনে পিকআপভ্যানচাপায় সূর্য চাঁন মল্লিক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বুধবার (২০ এপ্রিল) দুপুরের দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটেছে।

 

নিহত সূর্য চাঁন মল্লিক পাটুরিয়া এলাকার বাসিন্দা।

পাটুরিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্থা (ওসি) আবু বকর সিদ্দিক বাংলানিউজকে জানান, দুপুরে ওই পন্টুনে মাগুরাগামী একটি পিকআপভ্যানচাপায় গুরুতর আহত হন সূর্য চাঁন মল্লিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘাতক পিকআপভ্যানটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।