ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

বেশি দামে ফল বিক্রি, সিলেটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
বেশি দামে ফল বিক্রি, সিলেটে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট: ২০০ টাকার তরমুজ বিক্রি করা হচ্ছিল ৫৫০ টাকা। আর ১ হাজার টাকার ৩ কেজি খেজুর ১৪শ টাকা বিক্রি হচ্ছিল।

একইভাবে সিলেটের বাজারে বেশি দামে ফল বিক্রির অপরাধে এবং পচা খেজুর বিক্রির দায়ে মোট ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।    

পবিত্র মাহে রমজানে অতিরিক্ত মূল্যে ফল বিক্রয় ঠেকাতে বুধবার (২০ এপ্রিল) কদমতলী ফলের আড়তে অভিযান চালানো হয়।  

অভিযানকালে অতিরিক্ত দামে খেজুর ও আপেল বিক্রির অপরাধে ইত্যাদি ফল ভান্ডারকে ৪ হাজার টাকা, ২০০ টাকার তরমুজ সাড়ে ৫শ টাকা বিক্রির অপরাধে বাসিত মিয়া ফলের দোকানে ৫শ টাকা, মূল্য তালিকা না রাখা ও পচা খেজুর বিক্রি করায় তানিসা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মের্সাস হুসেন এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং হিমু অ্যান্ড ঈশা ফলভান্ডারকে আরো ২ হাজার টাকা জরিমানা করা হয়।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে র‌্যাব–৯ সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।