ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঝড়ে ঘর ভেঙে চাপা পড়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
ঝড়ে ঘর ভেঙে চাপা পড়ে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

বরিশাল: বরিশালেরে মেহেন্দিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘর চাপায় শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের গাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বেপারী জানান, বিকেল সাড়ে ৪টায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় আলিমাবাদ ও শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গাগুড়িয়া এলাকায় ৮-১০টি ঘর ভেঙে পরে যায়। তখন ঘর চাপায় রুস্তম আলী হাওলাদার (৭২) ও তার ছেলে বারেক হাওলাদারের স্ত্রী জয়নব বিবি (৩৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থল শ্রীপুর ইউনিয়নের মধ্যে তবে বিস্তারিত জানতে পারিনি।

শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুন অর রশীদ বলেন, বিষয়টি আলিমাবাদ ইউনিয়নের মধ্যে। তবে যারা মৃত্যুবরণ করেছেন তারা আমার ইউনিয়নের বাসিন্দা ছিলেন। নদীর ভাঙনের কারণে সম্প্রতি গাগুড়িয়াতে গিয়ে বসতি গড়েন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২২
এমএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।