ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে মুদি দোকানিকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে মুদি দোকানিকে হত্যা

খুলনা: খুলনার পূর্ব রূপসার বাগমারা এলাকায় পাওনা টাকা চাওয়া নিয়ে বিতর্কে হৃদয় শেখ (২২) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি ওই  এলাকার হারুন শেখের ছেলে।

এ ঘটনায় মিঠু নামের আরেক যুবক আহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ হতাহতের ঘটনা ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ইফতারির পর পাওনা টাকা নিয়ে তর্কবিতর্কে কয়েকজন যুবক হৃদয় শেখকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। হামলায় জড়িতদের চিহ্নিত করা গেছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।  

স্থানীয়রা জানান, হৃদয় শেখ এবং তার খালাতো ভাই মিঠুর পাশাপাশি মুদি দোকান রয়েছে। মিঠুর দোকান থেকে স্থানীয় এক যুবক বাকিতে মালামাল নেয়। পাওনা টাকা চাওয়ায় বুধবার দুপুরে তাদের মধ্যে বচসা হয়। পরে ওই দুই যুবক মিঠুকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

ইফতারের কিছুক্ষণ পরে কয়েকজন যুবক মিঠুর দোকানে আসে। তাকে দোকান থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এ সময় পাশের দোকান থেকে খালাতো ভাই হৃদয় শেখ বের হয়ে ঠেকাতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার বুকেও আঘাত করা হয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকরা পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।