ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
মেহেরপুরে ট্রাকের ধাক্কায়  বাইসাইকেল আরোহী  নিহত প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার যতারপুর এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় ফরজ আলী (৬২) নামে বাইসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালের দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আলী একই উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।

জানা গেছে, ফরজ আলী বাইসাইকেলে চালিয়ে স্থানীয় একটি মাঠে পানের বরজে কাজ করার জন্য যাচ্ছিলেন। পথে যতারপুর ব্রিজ এলাকায় এলে বালি ভর্তি একটি ড্রাম্প ট্রাক  তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাংলানিউজকে জানান, ঘাতক ড্রাম ট্রাকটি জব্দসহ চালকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।