ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইগাতীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
ঝিনাইগাতীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সাগর (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

সাগর উপজেলার সুরিহারা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। সে স্থানীয় আহম্মদনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হালকা বৃষ্টির সময় সাগর বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারাত্মকভাবে আহত হয় সাগর। খবর পেয়ে পরিবারের লোকজন সাগরকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন জানান, সাগর আমার প্রতিবেশী। সে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।