ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু - প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা সদরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে আসাদুজ্জামান আসাদ (৩০) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার মা আলেয়া বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে বাটিকাডাঙ্গা গ্রামে তার নিজ বাড়িতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। নিহত আসাদ বাটিকাডাঙ্গা গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে।

নিহতের প্রতিবেশী কামরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আসাদ ইজিবাইক চালিয়ে শহর থেকে বাড়িতে আসন। এরপর ইজিবাইকটি চার্জে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় মা আলেয়া বেগম তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে আসাদের মৃত্যু হয়। তবে তার মা এখন শঙ্কামুক্ত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বাটিকাডাঙ্গা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।