ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

লোহাগড়ায় দলিল লেখক সমিতির সভাপতিসহ ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
লোহাগড়ায় দলিল লেখক সমিতির সভাপতিসহ ৩ জনের কারাদণ্ড

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় জাল দলিল, পর্চা ও ভুয়া সিল রাখার দায়ে উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি রেজাউল করিমসহ তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

রোববার (২৪ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রেজাউল করিম উপজেলার ঈশানগাতী গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দলিল লেখক লক্ষ্মীপাশার গোপীনাথপুরের মুন্সী জাকির হোসেনকে তিন মাস ও রামপুর গ্রামের শেখ মিরাজ হোসেনকে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওইসব দলিল লেখককেরা সাব রেজিস্ট্রি কার্যালয়ের মধ্যে জাল দলিল, পর্চা ও ভুয়া সিলসহ হাতে নাতে গ্রেফতার হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ওই সাজা দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।