ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

তেঁতুলিয়ায় মাটিচাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
তেঁতুলিয়ায় মাটিচাপা পড়ে পাথর শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করোতোয়া নদী থেকে নুড়িপাথর সংগ্রহ করতে গিয়ে মাটি চাপায পড়ে সকিরুল ইসলাম (৪০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের ময়নাগুড়ি ভুটুজোত এলাকায় করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সকিরুল একই এলাকার মৃত আ. সামাদের ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকিরুল ভুটুজোত এলাকায় করতোয়া নদীতে পানি থেকে নুড়ি পাথর সংগ্রহ করতে যান। বিকেলে করতোয়া নদীর ধারের কাছে পাথর সংগ্রহ করতে গেলে তীরের মাটি ভেঙে পড়ে সকিরুলের উপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।