ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় দেড় লাখ পোনা জব্দ, পরে অবমুক্ত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
পাথরঘাটায় দেড় লাখ পোনা জব্দ, পরে অবমুক্ত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৭ ড্রামে ১ লাখ ৪০ হাজার গলদা ও বাগদা রেনু পোনা জব্দ করা হয়। এসময় একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে এ অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ বাংলানিউজকে জানান, পাথরঘাটা উপজেলাধীন পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় সাতটি ড্রামে ১ লাখ ৪০ হাজার গলদা ও বাগদা রেনু পোনা জব্দ করা হয়। এসময় একটি মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়। পরবর্তীকালে জব্দকৃত পোনাগুলো মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে বিষখালী নদীতে অবমুক্ত করা হয় এবং আটকদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।