ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

জুন মাসের মধ্যে দেশে প্রাথমিকের শিক্ষক সংকট কেটে যাবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
জুন মাসের মধ্যে দেশে প্রাথমিকের শিক্ষক সংকট কেটে যাবে

চাঁপাইনবাবগঞ্জ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আগামী জুন মাসের মধ্যে দেশে প্রাথমিকের শিক্ষক সংকট কেটে যাবে। ৪৫ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তিন ধাপে শুরু করা হয়েছে, এটি সম্পন্ন হলেই এ সংকট দূর হবে।

 

এছাড়া করোনা মহামারির সময়ে পাঠদানের ঘাটতি পূরণের জন্য নানাবিধ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

তিনি আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিন দেওয়ার ব্যবস্থা হবে।

রোববার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জের গনকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলার নবনির্মিত ৬৫টি বিদ্যালয় ভবন উদ্বোধন এবং ১৫টি বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, সংসদ সদস্য ডা. সামিলুদ্দিন আহমেদ শিমুল, নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী প্রমুখ। পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ে গাছের চারা রোপণ করেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।