ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৪০৯ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৪০৯ পরিবার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাচ্ছে ৪০৯ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বাড়ির দলিল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, জেলায় ৩য় পর্যায়ে বরাদ্দকৃত  ঘর ও  জমির দলিল হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৩য় পর্যায়ে জেলার ৯টি উপজেলায় মোট ৪শ’ ৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে সদরে ৮২ টি, কাজিপুরে ৫০, রায়গঞ্জে ৭০, তাড়াশে ৪৫, উল্লাপাড়ায় ৪০, রায়গঞ্জে ২৫, শাহজাদপুরে ৪০, চৌহালীতে চার ও  কামারখন্দে ৫৩ টি ঘর দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।