ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

জমি বিরোধে বড় ভাইকে খুন, ছোট ভাই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, এপ্রিল ২৭, ২০২২
জমি বিরোধে বড় ভাইকে খুন,  ছোট ভাই গ্রেফতার হাফিজুর রহমান

ঝিনাইদহ: জমি নিয়ে বিরোধের জের ধরে ঝিনাইদহের কালীগঞ্জে বড় ভাইকে ছুরিকাঘাত করে হত্যা মামলায় ছোট ভাই হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ।

তিনি জানান, ভাই হত্যার প্রধান আসামি হাফিজুর যশোর থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন— গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ এপ্রিল) দিনগত রাতে যশোর কোতায়ালী থানা এলাকা থেকে হাফিজুরকে গ্রেফতার করা হয়।  

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের বড় ভাই ফজলুর রহমানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই হাফিজুরের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাফিজুর তার বড় ভাই ফজলুরের বুকে ছুরিকাঘাত করেন। স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা ফজলুরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফজলুরের ছেলে আসাদুজ্জামান টিপু বাদী হয়ে হাফিজুরসহ দু’জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।