ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গতি প্রতিযোগিতায় ট্রলি উল্টে চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
গতি প্রতিযোগিতায় ট্রলি উল্টে চালক নিহত  বাংলানিউজ ফাইল ছবি

বরগুনা: বরগুনা সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ও ব্যাটারিচালিত ইজিবাইকের গতি প্রতিযোগিতায় সবুজ (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

নিহত সবুজ একই উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের নিজাম মিয়ার ছেলে সবুজ।

জানা গেছে, সকালে বরগুনা-বরিশাল মহাসড়কের গৌরিচন্না বাজার এলাকায় ট্রলি ও ইজিবাইকের দুই চালক গতি প্রতিযোগিতায় মেতে উঠে। এ সময় ট্রলিচালক সবুজ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করেছে পুলিশ। দুর্ঘটনার পরই গতি প্রতিযোগী অটোরিকশাটি পালিয়ে গেছে।

এ ব্যাপারে জেলা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বাংলানিউজকে বলেন, নিহত সবুজের বাবা বরগুনা জেলা প্রশাসকের (ডিসি) কাছে ময়নাতদন্ত না করার সুপারিশ আনার কারণে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।