ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুই বছর পর ঈদে স্বজনরা পাবেন বন্দি সাক্ষাৎ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
দুই বছর পর ঈদে স্বজনরা পাবেন বন্দি সাক্ষাৎ 

নারায়ণগঞ্জ: করোনাকালীন সময়ে গত দুই বছর ধরে ঈদে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ ছিল। দুই বছর পর এবার ঈদে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন স্বজনরা।

 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মাহবুবুল আলম।  

তিনি জানান, ঈদে বন্দিদের জন্য এবার আমরা ফুটবল খেলার আয়োজন করবো। তবে এবারো হচ্ছে না সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদকে কেন্দ্র করে স্বজনরা বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। ঈদে বন্দিদের জন্য সকাল, দুপুর ও বিকেলে বিশেষ খাবারের আয়োজন থাকবে।  

তিনি আরো জানান, ঈদের দিন আমরা সকাল ৯টায় কারাগারের অভ্যন্তরে ঈদের জামাতের ব্যবস্থা করবো। সেখানে কারারক্ষী ও বন্দিরা নামাজ আদায় করবেন। এখনো একেবারে করোনা শেষ হয়ে যায়নি, আমরা স্বাস্থ্যবিধির পুরোটাই অনুসরণ করবো। বন্দিদের সাক্ষাতের ক্ষেত্রেও এটি মানা হবে।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২২
এমআরপি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।