ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাঁতার শিখতে পুকুরে নেমে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০০, এপ্রিল ৩০, ২০২২
সাঁতার শিখতে পুকুরে নেমে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে পুকুরের পানিতে ডুবে মমিন (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামে এ ঘটনা ঘটে।

মমিন ওই গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কলাগাছ দিয়ে বাড়ির পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায় মমিন। পরে বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে বলেন, পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে কেউ আমাদের অবহিত করেননি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।