ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

রাঙামাটির ৪ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মে ২, ২০২২
রাঙামাটির ৪ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে

রাঙামাটি: গত দু’বছর করোনার কারণে সারাদেশের মতো পাহাড়ি জেলা রাঙামাটিতে  ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি। পড়তে হয়েছে মসজিদে।

তবে এ বছর নিষেধাজ্ঞা না থাকায় ঈদগাহের পাশাপাশি মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

সেই লক্ষ্যে সব রকম ঈদ জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে। কর্তৃপক্ষ ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব রকম প্রস্তুতি শেষ করে ফেলেছে। মাঠে প্যান্ডেল ঠাঙানো, পরিষ্কার-পরিছন্ন এবং সাজ-সজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে।

ঈদ উপলক্ষ্যে রাঙামাটিতে পাঁচটি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে জেলা শহরের কোর্টবিল্ডিং এলাকার ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়।

জেলা শহরের শহীদ আব্দুল শুক্কুর ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় এবং সকাল ৯টাসহ দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। ভেদভেদী আমানতবাগ ঈদগাহে দু’টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থানীয়রা স্ব স্ব মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে বলেন, রাঙামাটিতে ঈদের নামাজের প্রস্তুতি শেষ পর্যায়ে। আবহাওয়া অনুকূলে থাকলে রাঙামাটির মসজিদগুলোর পাশাপাশি পাঁচটি ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, মে ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।