ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদের জামাতে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মে ৩, ২০২২
ঈদের জামাতে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে ঈদের জামাতে নামাজরত অবস্থায় আখতারুজ্জামান তারা (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে রংপুর চিনিকল জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আখতারুজ্জামান তারা মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর পাছপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। মহিমাগঞ্জ বাজারে তার একটি মুদি দোকান রয়েছে।

স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ পড়তে গিয়েছিলেন তিনি। নামাজ শুরু হয়েছিল। প্রথম রাকাত নামাজের পর দ্বিতীয় রাকাত নামাজের সেজদায় গিয়ে আর উঠতে পারলেন না। সেজদারত অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি।

আখতারুজ্জামানের ভাতিজা সাংবাদিক আবু বকর সিদ্দিক লিটন জানান, সকাল সাড়ে ৮টার দিকে তার চাচা ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যান। নামাজে প্রথম রাকাত শেষে দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে আর না ওঠায় মুসল্লি ও স্বজনরা নামাজ শেষে তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বাদ আসর জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বেশ কিছু দিন থেকে হৃদরোগে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ০৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।