ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ৫, ২০২২
পটুয়াখালীতে মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১

পটুয়াখালী: পটুয়াখালীতে সদর উপজেলায় মুগডাল তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে বশার তালুকদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪ মে) রাতে সদর উপজেলার পূর্ব হকতুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার (৪ মে) বিকেলে পূর্ব হকতুল্লাহ গ্রামে বশারের চাচা আনছার তালুকদার একটি জমি মজিবর তালুকদারের কাছে বিক্রি করেন। জমির দখল নেওয়ার সময় মজিবরের সঙ্গে ওই জমির ওয়ারিশদের বিবাদ ছিল। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপস মীমাংসা করে জমি ক্রয়দাতাকে অন্য দাগ থেকে জমি ভোগ করানোর সিদ্ধান্ত হয়। বুধবার বিকেল ৫টায় বিরোধপূর্ণ জমিতে বশার মুগ ডাল তুলতে গেলে মজিবুর তাকে মারধর করেন। এতে বশার গুরুতর আহত হন। পরে রাতে তাকে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মে ০৫, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।