ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ৬, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দুইজন নিহত হয়েছেন।  

শুক্রবার (৬ মে) সকালে জেলা সদরে ও শিবগঞ্জ উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদরে সামিয়া শিফা (৬) ও শিবগঞ্জে আব্দুর রশিদ ভুতু (৫৮)।

নিহত দু’জনের মধ্যে সামিয়া রাজশাহীর পুঠিয়ার তাহেরপুর এলাকার রায়হান আলীর মেয়ে  ও জেলার শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়ের বাবলাবনা এলাকার মৃত লুৎফল হকের ছেলে আব্দুর রশিদ।  

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, সকালে সদরের বালিকাপাড়া মোড় এলাকায় রাস্তা পার হচ্ছিল সামিয়া। এ সময় ব্যাটারিচালক একটি ইজিবাইকের ধাক্কায় গুরুতর জখম হয় শিশুটি। এ অবস্থায় সামিয়াকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সে মারা যায়। ঘাতক ইজিবাইক জব্দসহ চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, সকালে ব্যাটারিচালক ভ্যানচালক আব্দুর রশিদ ভুতু খাসেরহাট বাজারের দিকে আসছিল। পথে জেলার বিনোদপুর ইউনিয়নের নলবোনা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুর রশিদ নিহত হন। দুর্ঘটনার পর পরই মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মে ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।