ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে ১ মণ গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ৯, ২০২২
আশুগঞ্জে ১ মণ গাঁজাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

সোমবার (৯ মে) দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আটকরা হলেন- চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মনির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২০), লক্ষ্মীপুর জেলার চররুহিতা গ্রামের আব্দুর রবের ছেলে মো. আমিন (২৮)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ২০০ গজ পূর্ব দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একটি পিকআপভ্যানের গতি রোধ করে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৪১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দসহ ওই দু’জনকে আটক করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মে ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।