ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেশি দামে তেল বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, মে ১১, ২০২২
বেশি দামে তেল বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা: অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে কুমিল্লায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মে) দুপুরের দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার খুচরা ও পাইকারি দোকানে এ অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

বাংলানিউজকে আছাদুল ইসলাম বলেন, তেলের কেনা দামের রশিদ দেখাতে না পারায় এবং তেল মজুদ করে রাখায় ও আগের তেল বেশি দামে বিক্রি করায় মেসার্স সুমন স্টোর, মেসার্স হাজী স্টোর, মেসার্স চাওয়া-পাওয়া স্টোর, মেসার্স ওয়ান মিনিট স্টোর, মেসার্স সুমন স্টোর-২ থেকে ৩১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। আগের গায়ের দাম ৫ লিটারের ৮০০ টাকা লেখা থাকলেও তারা ৯৮৫ বিক্রি করছিল। এক লিটারের বোতল ১৬০ টাকা আগের গায়ের দাম থাকলেও ২০০ টাকা করে বিক্রি করছিল।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, মে ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।