ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝালমুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্ব, থাপ্পড়ে মৃত্যু!

করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
ঝালমুড়ি খাওয়া নিয়ে দ্বন্দ্ব, থাপ্পড়ে মৃত্যু!

ঢাকার ধামরাইয়ে ঝালমুড়ি খাওয়া নিয়ে  দ্বন্দ্বের জেরে  যুবকের থাপ্পড়ে মাহবুবুর রহমান (৫৫) নামের এক জন মারা গেছেন। অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ধামরাই পৌরসভার সোমভাগ ইউনিয়নের আইঙ্গন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করছে পুলিশ।

নিহত মাহবুবুর রহমান ধামরাই সদর ইউনিয়নের স্বর্ণখালী এলাকার বাসিন্দা। তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অভিযুক্তের নাম বজলু মিয়া, তিনি ধামরাই পৌরসভার আইঙ্গন এলাকার বাসিন্দা।  

স্থানীয়রা জানান, ওই এলাকায় দুই জনই ঝালমুড়ি খেতে যান। পরে মুড়ি খাওয়া নিয়ে দুই জনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হলে বজলু মাহাবুবুরকে থাপ্পড় মারে। এসময় তিনি জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আহমেদুল হক তিতাস বাংলানিউজকে বলেন, নিহত ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) কাওসার মাহমুদ বলেন, ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল করছে পুলিশ। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।