ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঘুমালেন একসঙ্গে, সকালে উঠে দেখেন স্ত্রী মৃত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মে ১৩, ২০২২
ঘুমালেন একসঙ্গে, সকালে উঠে দেখেন স্ত্রী মৃত 

নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে সুখী খাতুন (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

সুখী খাতুন উপজেলার বিশা ইউনিয়নের দর্শন গ্রামের রাসেল প্রমাণিকের স্ত্রী।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন স্বামী-স্ত্রী। এরপর সকালে রাসেল ঘুম থেকে উঠে সুখীকে জাগানোর চেষ্টা করলে দেখেন তার মৃত্যু হয়েছে। এরপর পরিবারের লোকজনকে ডাকলে তারা থানায় খবর দেয়।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের সময় সুখীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, মে  ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।