ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক রাজু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মে ১৩, ২০২২
গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক রাজু 

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মো. নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে জেলা উদীচীর ৩৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) দুপুরে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে জেলা উদীচীর এয়োদশ দ্বিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় পর্বে এ কমিটি ঘোষণা করা হয়।

 

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, হরেন্দ্রনাথ মণ্ডল, প্রসুন মণ্ডল, মশিউর রহমান, অর্চনা রায়, অশোক কর্মকার, অমিতোষ বিশ্বাস, হিরন্ময় ওঝা, সহ-সাধারণ সম্পাদক রনেন মণ্ডল, তাপস চক্রবর্তী, কোষাধ্যক্ষ অমিতাভ হীরা, সম্পাদক মণ্ডলী বিশ্বজিৎ বাকচী বিষু, জয়ন্ত বিশ্বাস নয়ন, তন্ময় বাকচী তনু, রিয়াজুল ইসলাম, ফরিদুল্লাহ, প্রীতিলতা, কবিতা হক, সদস্য অধ্যাপক ফিরোজ আহম্মেদ, গাজী লতিফ, রতন সেন কংকন, প্রদ্যুৎ রায়, আরিফ মাহামুদ নাজু, সুনির্মল দাস বাপী, শিউলী, সিয়াম, নুপুর মণ্ডল, রিপন মণ্ডল, তাপস বিশ্বাস ও বিপাশা অধিকারী।  

এরআগে, শুক্রবার সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল আলম, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদক মণ্ডলীর সদস্য সুরাইয়া পারভীন লিরা, গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মো. নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজুসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

এরপর শেখ ফজলুল হক মনি মিলনায়তন থেকে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

পরে বিকেলে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে গোপালগঞ্জ জেলা উদীচী সংসদ, রঘুনাথপুর ও কোটালীপাড়া শাখা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক পর্বে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ১৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।