ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

লালমোহনে সয়াবিন তেল জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ১৪, ২০২২
লালমোহনে সয়াবিন তেল জব্দ, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ভোলা: সয়াবিন তেল মজুদ করার দায়ে ভোলার লালমোহন উপজেলা সদরে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অবৈধ মজুদ ৩০০ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে।

 

শনিবার (১৪ মে) দুপুরের দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা।  

সহকারী পরিচালক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, তেল মজুদ, পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে রবিন বাণিজ্য বিতানকে পাঁচ হাজার, মতিন স্টোরকে পাঁচ হাজার, মা স্টোরকে এক হাজার ও হাওলাদার স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  জব্দ করা হয়েছে ৩০০ লিটার তেল। পরে জব্দ তেলগুলো ন্যায্য মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad