ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

বোরহানউদ্দিনে ১৭০০ লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
বোরহানউদ্দিনে ১৭০০ লিটার সয়াবিন তেল জব্দ, জরিমানা

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরে অভিযান চালিয়ে একটি গুদাম থেকে মজুদ ১ হাজার ৭০০ লিটার বোতলজাত সয়াবির তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মে) রাতে এ অভিযান পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান।


 

এ সময় তেল মজুদের অভিযোগে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকার জরিমানা আদায় করেন 
সাইফুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে উপজেলা সদরে মেসার্স মাকসুদুর রহমানের গুদাম থেকে মজুদ ১ হাজার ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। তেল মজুদের অভিযোগে ব্যবসায়ী মাকসুদুরকে ৫০ হাজার জরিমানা করে আদায় করা হয়েছে। জব্দ তেলগুলো ক্রেতাদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

এর আগে, দুপুরের দিকে লালমোহনে তেল মজুদের অভিযোগে আরও ৪ ব্যবসায়ীকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে জব্দকৃত তেল ন্যায্য মূলে বিক্রি করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad