ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে কালিন্দী নদীর পাড়ে যুবকের মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, মে ১৬, ২০২২
শ্যামনগরে কালিন্দী নদীর পাড়ে যুবকের মরদেহ 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালিন্দী নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) সকালে উপজেলার কৈখালী গ্রামের কালিন্দী নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিন্দী নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩০ বছর। নিহতের পরনে ছিল নীল রঙের জিন্সের ফুল প্যান্ট ও খয়েরি রঙের হাফ হাতা টিশার্ট। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি অরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।