ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কলেজছাত্র কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৮, মে ১৯, ২০২২
বরিশালে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কলেজছাত্র কারাগারে 

বরিশাল: অপহরণের চারদিন পর বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের অপহৃত স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মে) তাকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারী কলেজছাত্র মাসুদ হাওলাদারকে (১৭) গ্রেফতার করা হয়।

বিকেলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

অপহৃত ছাত্রীর বাবা ও মামলার বাদি জানান, চরকুতুবপুর গ্রামের কালাম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার স্কুলে আসা যাওয়ার পথে তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্যক্ত করে আসছিল। গত ১৪ মে মাসুদ ও তার সহযোগীরা তার মেয়েকে অপহরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী মাসুদ হাওলাদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি শেবাচিম হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা শেষে ২২ ধারায় জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ১৯, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।