ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

জাতীয়

তাড়াশে ৩২ লাখ টাকার হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, মে ২০, ২০২২
তাড়াশে ৩২ লাখ টাকার হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার তাড়াশ-বারুহাস সড়কে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন, উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬) ও একই উপজেলার বালশাবাড়ী স্কুলপাড়া এলাকার বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী (৩৫)।

শুক্রবার (২০ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩২৫ গ্রাম হেরোইন ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘন্টা, মে ২০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।