ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হেরোইন সেবনকালে ৩ কর্মীসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মে ২০, ২০২২
হেরোইন সেবনকালে ৩ কর্মীসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা

রাজশাহী: হেরোইন সেবনের সময় রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে তানোর পৌর এলাকার মাসিন্দা থেকে গ্রেফতার করা হয় তাদের।

শুক্রবার (২০ মে) সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটক তিনজন হলেন- রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওন, তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামের আলতাফ আলীর ছেলে ছাত্রলীগ কর্মী সুমন ও মোহনপুর উপজেলার মহব্বতপুর ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী হাফিজুর রহমান।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, একটি বাড়িতে বসে হেরোইন সেবনের সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মে ২০, ২০২২
এসএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।