ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, মে ২১, ২০২২
রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন।  

শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার নলসাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা পিকআপ ভ্যানের যাত্রী, চালক ও হেলপার বলে জানা গেছে।  

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। তালভর্তি একটি পিকআপ ভ্যান নলছাটা রেলক্রসিং পার হওয়ার ওই ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে ট্রেনের সামনে আটকে ২ কিলোমিটার দূরে চলে যায়। এতে ওই পিকআপ ভ্যানে থাকা তিনজন নিহত হন। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মে ২১, ২০২২
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।