ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নড়াইলে যুবকের অর্গধলিত মরদেহ উদ্ধার

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৯, মে ২৫, ২০২২
নড়াইলে যুবকের অর্গধলিত মরদেহ উদ্ধার

নড়াইল: নড়াইলের নড়াগাতির চর বল্লাহাটী গ্রাম থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫মে) রাত আটটার দিকে নড়াগাতি থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্লাহাটি গ্রামের নড়াইল ও বাগেরহাট সীমান্তবর্তী আঠারোবাকি নদীর চরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

ধারণা করা হচ্ছে, ৮ থেকে ১০ দিন আগে তাকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে। মৃতদেহ গলে যাওয়ায় তার চেহারা দেখে চেনার কোনো উপায় নেই। তার বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে হতে পারে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বাংলানিউজকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, মে ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।