ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

স্ত্রীকে তালাক দিয়ে শারীরিক সম্পর্ক, ধর্ষণ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১০, মে ২৬, ২০২২
স্ত্রীকে তালাক দিয়ে শারীরিক সম্পর্ক, ধর্ষণ মামলা

যশোর: যশোরের চৌগাছায় স্ত্রীকে তালাক দিয়ে গোপন রেখে শারীরিক সম্পর্ক করায় ধর্ষণের অভিযোগে স্বামী আলী কদরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।  

বুধবার (২৫ মে) ওই নারী বাদী হয়ে যশোর আদালতে এ মামলা করেছেন।

 
মামলার আসামি আলী কদর ছৌগাছার স্বর্পরাজপুর গ্রামের মৃত জলিল বিশ্বাসের ছেলে।  

যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক অভিযোগটি গ্রহণ করে সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন।  

বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি সন্ধ্যায় বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৬ সালের ১৩ অক্টোবর আসামি আলী কদর ওই নারীকে বিয়ে করে সংসার করছেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে আলী কদর তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। ১০ মার্চ আসামি আলী কদর তার স্ত্রীকে তালাক দিয়ে গোপন করে রাখেন। ১ মে আলী কদর তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করে সন্তানসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন। পরদিন তিনি জানতে পারেন তার স্বামী তাকে তালাক দিয়ে গোপন করে রেখেছেন। তালাক গোপন করে ১০ মার্চ থেকে ১ মে পর্যন্ত আসামি আলী কদর তার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রেখে ধর্ষণের অপরাধ করায় তিনি আদালতে এ মামলা করেছেন।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মে ২৬, ২০২২
ইউজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।