ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নানা বাড়ি বেড়াতে এসে সড়কে প্রাণ হারাল যুবক

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মে ২৭, ২০২২
নানা বাড়ি বেড়াতে এসে সড়কে প্রাণ হারাল যুবক

নীলফামারী: দিনাজপুরের পার্বতীপুরে নানা বাড়ি বেড়াতে এসে ট্রাকচাপায় মোহাম্মদ ইশা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মে) সকাল ১১টায় পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক সড়কের কেশর ভাঙায় ঘটে এ ঘটনা।

তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর পাঠানপাড়া গ্রামের মেনা মিয়ার ছেলে।

জানা গেছে, ইশা সৈয়দপুর থেকে সকালে তার নানার বাড়ি বেড়াতে উপজেলার বেলাইচন্ডি বাজারে এসে নামেন। এ সময় চাল বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে উত্তেজিত জনতা ঘণ্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখেন।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুপুর থেকে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট ২৪-১৫৯০) জব্দ করা হলেও চালক ও হেলপার পলিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সুজয় কুমার রায় জানান, ঘটনাস্থল থেকে চাল বোঝাই ট্রাকটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মে ২৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।