ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, মে ২৮, ২০২২
রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শরীফ (২৫) নাম এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার হায়দারগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শরীফ নেয়াখালীর সুবর্ণচর এলাকার মোহাম্মদপুর গ্রামের মো. বাতেনের ছেলে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জুবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শরীফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, শরীফ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে হায়দারগঞ্জ বাজার এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ করছিলেন। তাদের কাজের স্থলের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক লাইনের সঙ্গে নলকূপের পাইপের স্পর্শ লাগলে বিদ্যুতাড়িত হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, মে ২৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।