ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গা হয়ে ১৬৪ যাত্রী নিয়ে ভারতে গেল মৈত্রী এক্সপ্রেস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, মে ২৯, ২০২২
চুয়াডাঙ্গা হয়ে ১৬৪ যাত্রী নিয়ে ভারতে গেল মৈত্রী এক্সপ্রেস

চুয়াডাঙ্গা: করোনা মহামারি শেষে দীর্ঘ ২ বছর ২ মাস পর ফের চালু হয়েছে বাংলাদেশ-ভারত রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন। চালুর প্রথম দিনে ১৬৪ জন যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন হয়ে ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

 

রোববার (২৯ মে) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে দুপুর ১ টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক স্টেশনে এসে পৌঁছায় ট্রেনটি। সেখানে ২০ মিনিট যাত্রা বিরতি ও ইঞ্জিন পরিবর্তনের পর দুপুর ২টায় সীমান্ত পেরিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি।  

ট্রেন চালুর সময় রেলওয়ে কর্মকর্তা ও যাত্রীদের মধ্যে দর্শনা স্টেশনে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।  

পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ভারতগামী ১৭০ জন টিকিট ক্রয় করেন। এর মধ্যে ১৬৪ জন যাত্রী মৈত্রী ট্রেনে যাত্রা করেন। বাকি ছয়জন অনুপস্থিত। নতুন করে মৈত্রী চালু হওয়ায় যাত্রীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ২৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।