ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ৩০, ২০২২
দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় ট্রাকের চাপায় লক্ষন চন্দ্র দাশ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার পর পালিয়ে যায় ট্রাকটির চালক।

রবিবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে দীঘিনালার সুপারি বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লক্ষন খাগড়াছড়ি সদর হাসপাতালের মশালচি (বাবুর্চি) হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রাতে লক্ষন মোটরসাইকেলযোগে দীঘিনালার বাবুছড়ার শ্বশুরবাড়ী থেকে আত্মীয়র বাসা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে সুপারি বাগান এলাকায় একটি মালবাহী ট্রাক অতিক্রম করে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার বিভৎস মৃত্যু হয়।

খবর পেয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত লক্ষন পরিবার থেকে হাসপাতাল কোয়ার্টারে বসবাস করতেন।

খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা বলেন, মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ৩০, ২০২২
এডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ